তোমাকে দেখব বলে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভিজেছি;
সন্ধ্যামণির আরশিতে বই ছেড়ে অজান্তে হেসেছি।
ভূলোক আলোয় প্লাবিত্ তবুও মনের বরফ গলেনি,
চৈত্রের তপ্ত দুপুরে ভীড় ঠেলে সামনে যেয়েও পাইনি।
জ্যোস্নার চন্দ্রগ্রাসে কেড়ে নিয়েছে সর্বস্ব সে রূপ,
মনমাঝে জেগে থাকে তুমি যে আমার অপূর্ব অপরূপ।
           (০৬ মে ২০২০)