তোমাকে দেখব বলে, সেই কবে কবিতা লেখা ছেড়েছি;
মেঘরাঙা শাড়ির আবেশে, চোখেতে তোমার ছবি এঁকেছি।
নবান্নের উৎসবে সোনালী ধানের উতলায় মন ছিড়েছি,
শিশির ভেজা শরত সকালে শিউলি কামিনীর মালা গেঁথেছি।
এলোকেশে এলোমেলো হাওয়ায় মনাঙ্গিনায় তোমায় দেখেছি,
দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যায় তোমার অপেক্ষায় থেকেছি।