তোমাকে দেখব বলে, জ্যোস্না ভেজা নদীর বাকে;
কাশফুল বিছানো রঙধনুর রঙে এঁকেছি শাখে।
চঞ্চল হরিণীর মতো বারবার মুখ তুলে চেয়েছি,
আর তাই খেয়াঘাটে আনমনে বারবার ছুটেছি।
জমাট মেঘের মতো ভেসেছি মনছোঁয়া বাতাসে,
পড়ন্ত বিকেলের গোধুরির আলোর সেই দিগন্তে।