দুর্নীতির দূষিত রক্ত সমাজের
সকল সেবামূলক কাজে,
বীর বাঙালির মুক্তচিন্তার বিবেক বুদ্ধিরা
ভাবো, জাগাও দেশ-জাতিকে।
চরম শীর্ষের জাতি কলুষিত হলে,
অধঃপতনে যেতে লাগে না সময়;
ইতিহাস ভুলে, নীতি হারালে
সমাজ নষ্ট হয়।এখানে যত ভয়।