যাকিছু শুভ্র, ভালো, সুন্দর, সত্য সবই
বের করে এনে ঢোকাচ্ছে বর্বরতা;
ওরা জাতিকে করছে সাম্প্রদায়িক,
মানবতাবিরোধ আর বুদ্ধিশূন্যতা।
আমরা ক’জনে জানি অবিকৃত মুক্তির
ইতিহাস, সত্য ঘটনা, কোনটি আসল;
ক’জনে পেয়েছে সুয়োগ, সবইতো
ওদের কুপরিকল্পনার, চক্রান্তের ফসল।