মানবপ্রেম আর মানবতাকে জাগ্রত
করো, স্বাধীন হও মুক্তচিন্তায়;
আমরা হয়েছি অন্ধ, পরাজিত শত্রুরা
হচ্ছে সক্রিয় ধ্বংসের নেশায়।
সমাজদেহের এসব ফোঁড়া আজ
বীষফোঁড়া। অপপ্রচারে করছে গ্রাস,
অল্পশিক্ষিত, অস্বচ্ছল ধর্মপ্রাণ নিরীহ
মানুষকে শেখাচ্ছে মিথ্যা ইতিহাস।