মানবতা বিরোধীদের অরাধকে ভিন্ন খাতে
প্রবাহিত করে ছড়াচ্ছে ধর্মীয় উম্মাদনা,
মিথ্যাকে প্রচার করে, সত্যকে আড়াল করছে
মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা।
মাতৃভূমির প্রেমে বিবেক জাগ্রত করো
আর জাগিয়ে তোল আশা,
আমাদের গৌরব, আমাদের ইতিহাস।
মানবপ্রেমই বাংলার ভালোবাসা।
(২১ নভেম্বর ২০১৬)