হাজার বছরের ঐতিহ্যে
আবহমান বাঙালির ইতিহাস,
সহমর্মিতা, অসাম্প্রদায়িকতা,
মিলেমিশে ছিল বসবাস।
ধর্মান্ধতার যাতাকলে পিষ্ঠ হয়ে,
ভীত আতঙ্ক বাংলার জনপদ,
সমকালীন দূর্বাত্তায়নে তাই দেশ-জাতি-
রাষ্ট্রের চর্তুদিকে বিপদ।