আষাঢ়ের বরষে আজ উচ্ছ্বাসে হৃদয় নাচেরে,
পেখম মেলিয়া ময়ূরের মতো নাচেরে।
পাখিসব ভিঁজে ভিঁজে সন্ধ্যয় নীড়ে ফেরে,
বিরহ বেদনায় দূরে চায় ঘুরে ঘুরে।
এলোকেশে মেঘবেশে এলো ঐ
ঘোর রজনীতে মনোহরিণী কোথায় সই!
আঙ্গিনার মাঝে উচ্ছ্বাসে নাচে নাচেরে
বহুদেশ ঘুরে অর্ধনারীশ্বর রূপে পর্বত শিখরে
হৃদয় আজ নাচেরে।
উদাসী হাওয়া; বজ্রবিদ্যুৎ ঐ সুদুরে
আজ শ্রাবণ ধারায় উচ্ছ্বাসে নাচেরে।
মেঘেরা নাচিছে বেনুনী মেলিয়া ঘোর যামিনীতে
মেঘলা আষাঢ়ের বৃষ্টি মুখর দিনের স্মৃতিতে
ঝাপসা দৃষ্টিতে।
বৃষ্টিরা ভোলিনি; এসেছে ভালোবাসা নিয়ে,
বৃষ্টি ভেজা রাতে ভেসে আসে সৌরভ
মেতে ওঠে বর্ষবরণে বাঙালির লোকজ ঐতিহ্যে।
ডাহুকের ডাক আর ঝি ঝি পোকার গুজ্ঞনে
বিরহ বেদনায় হৃদয় নাচেরে!
বহুমুখি মানবের মন সন্ধ্যয় ঘরমুখি,
উত্তরিমেঘ সন্ধ্যা হওয়ায় হৃদয় নাচেরে।