প্রান্ত জুড়ে সবুজের মাঠ পূর্ণ সোনালী ধানে,
কার্তিক শেষে অগ্রহায়ণ মাসে বাংলার প্রাণে।
আঁকা বাঁকা মেঠো পথে
দূর জনপথে বাংলার বুক জুড়ে
আবেগের স্বপ্ন হেমন্তের সোনালী ধানে।
মেতে ওঠে বাংলা ; নবান্ন উৎসবে,
শেষ বিকেলের গোধুলি আলোয়।
কুয়াশার অস্পষ্ট মলিন চাঁদিমায় বসে
রাত ভর চলে জারি-সারি- মারফতি,
হেমন্তের নবান্ন উৎসবে।
সবুজের প্রান্ত জুড়ে ধানে-গানে
গ্রাম-বাংলা জাগে প্রাণে।
কুয়াশার চাঁদর মুড়ি দিয়ে শিশির সকালে
বাংলার মাঠে আর উঠানে
সোনালী ধানের গানে।
চলে মাস ব্যাপী আনন্দ মেলা
নতুন জীবনের আয়োজনে।
গ্রাম-বাংলার সোনালী জনপদে,
সবুজের বুকে হেমন্তের নবান্ন উৎসবে
নদীমাতৃক বাংলাদেশে।