বক্ষবিন্দুতে তোলপাড় করা হৃদয়স্পর্শী লেখা,
ধাবমান তেজী অশ্বের স্বদেশ বিপ্লবী দেখা।
তিলে তিলে গোধুলি আভা অনুভবে দোলে,
এঁকে বেঁকে অচেনা সংকেত ক্রমে যাই ভুলে।
রক্ত-ঘামে স্বপ্নে বিভোর ঐ রঙের মুগ্ধতায়,
আবেগী শিল্পী ধ্রুপদী সুর তোলে সেথায়।
দুর্লভ মহাকাব্যে নীল শব্দের পদ্যে সমুজ্জ্বল,
নির্জন রাতে কুমারী জ্যোৎস্নায় সেথায় উজ্জ্বল।
ধূসর দেয়ালে অস্পষ্ট মানচিত্রে বক্ষবিন্দু দেখা,
বিষণ্ন জোনাকির নীলাভ আলোয় ছবি আঁকা।
লুটেপুটে খায় রক্তচোষক সময়ের আড়ালে,
ডানা ঝাড়ে আবডালে বক্ষবিন্দুতে দোলে।
অনুগামী ভ্রমরেরা যোগ দেয় স্বদেশ বিপ্লবে,
আজ স্বদেশের কাজে সবাইকে এগুতে হবে।
(১০ সেপ্টম্বর ২০১৩, মঙ্গলবার)