তুমি বঙ্গের, তুমি বাঙালির
তুমি বাংলাদেশের প্রাণ;
বিশ্ব মানচিত্রে তুমি ছড়িয়েছ
লাল-সবুজের ঘ্রাণ।
তুমি মিশে আছো মা-মাটি-মাতৃভাষার প্রাণে,
জয় বাংলার স্লোগানে।
পথের দিশারী তুমি, জাতির সংকটে দুর্দিনে;
তুমি দেখিয়েছ সম্মুখে পথ চলা,
দিয়েছ জাতির নতুন ঠিকানা।
তুমি সর্বজন শ্রদ্ধেয়, বিশ্বে মহান।
বাংলার মুক্তির দূত, বাংলাদেশের প্রাণ;
মহাসৃষ্টির জ্যোতিময়ে বঙ্গে ভরা আলোর বান।
মুক্তিপাগল সর্বজয়া, তুমি মুক্ত মহাপ্রাণ;
তুমি সার্বজনীন বিশ্বেসেরা, দীপ্ত অনির্বান।
তুমি স্বপ্নদ্রোষ্টা স্বাধীনচেতা বাঙালির জয়বাংলা,
তোমর আদর্শে জীবন প্রবাহে পথ চলা।
সর্বজয়া সূর্যসত্তা বাংলা ভরা আলো
আজও সম্মুখে তোমার গতি,
তুমি শোষণ মুক্তির মহানায়ক
বাঙালির জ্যোতিময়।
স্বপ্ন তোমার বাঙালির বিজয়
মুক্তি পাগল জনতার অনন্ত বিস্ময়,
তুমি বাংলাদেশের মহানায়ক, পথের দিশারী
তুমি বাংলার প্রাণ, জয় বাংলার স্লোগান।
(১৫ ডিসেম্বর ২০১৩)