বাংলার আকাশে বাতাসে পথে
সোদা মাটির গন্ধ নেই,
রক্তের উটকো গন্ধে আর্তনাদে
প্রাণ প্রদীপ জেগে নেই।
উপার্জনের একমাত্র সম্বলটুকু
পেট্রোল বোমায় জ্বলে!
অসহায় পথিক আর চালক
বার্ণ ইউনিটে জীবন নেভে জ্বলে।