জ্বালাও-পোড়াও, কাঁটো-ভাঙ্গো
ধ্বংসের নেই প্রতিকার;
বীভৎস গলিত লাশ আর
বার্ণ ইউনিটে আত্মচিৎকার।
অনাকাঙ্খিত দৃশ্যে পথিকের চোখ
ঝাপসা হয়ে আসে!
নারকীয় তাণ্ডব দেখে দেখে
শয়তান আপন মনে হাসে।