অসহায় স্বজনদের আহাজারিতে
বাতাস প্রকম্পিত,
পৈশচিক নিরীহ মানুষ হত্যা
সহিংসতায় জনপদ আতঙ্কিত।
পেট্রোল বোমার আতঙ্কে
সোনার বাংলায় জাগে ভয়,
খোলা আকাশে মুক্তমনে চোখে
প্রকৃতিকে দেখার উপায় নাই।
অভিশপ্ত জনপদের এই বিভৎস
দৃশ্যে চোখে ঝাপসা দেখি,
হরতাল অবরোধ পেট্রোল বোমায়
বার্ণ ইউনিটে গণতন্ত্র শিখি।
(০১ জানুয়ারি ২০১৪)