সেদিন কি আর ফিরবে আমার
হারিয়ে যাওয়ার দিনগুলো,
খেলার মাঠে হারিয়ে যাওয়া
পড়াশেষে রূপকথার ঐ গল্পগুলো।
পড়ার সাথী আর খেলার সাথী
ব্যস্ত সবাই আজ আপন কাজে,
ভাবি বসে একলা কোনে দিনেরাতে
ভেসে ওঠে অনুভূতির চোখটি বুজে।
ফিরবে না আর দূরন্ত ঐ
যৌবনের রঙ ঝরানো দিনগুলো,
আজকে এসে সন্ধ্যা সাঝে
হারিয়ে খুঁজি সেদিনের স্মৃতিগুলো।
তখন ছিলো রঙিন নেশা দূরন্তপনা
শক্তি সাহস উচ্ছ্বাস আর উদ্দীপনা।
আজকে এসে সব হারিয়ে গুনছি প্রহর
আর করছি হিসাব দেনা-পাওনা।
তাই তো ভাবি, ফিরবে না আর
হারিয়ে যাওয়া শৈশবের ঐ দিনগুলো,
শুধুই স্মৃতি, হারিয়ে খুঁজি
খেলার মাঠের উচ্ছ্বাসিত দিনগুলো।
বয়সের ভারে ন্যূয়ে পড়ে
দিন কাটে আজ শুয়ে বসে,
স্মৃতি খুঁজে পাই যে শুধু
যৌবন জোয়ার একবার আসে।
যৌবনে রঙিন চোখে সব দেখে
রঙের নেশায় থাকে ঐ ভাবনাগুলো
আগামীর পাথেয় খোঁজ যেন শান্তি আসে
শেষ জীবনের দিনগুলো।
(১৬ জুলাই ২০১৭)