সুখ থাকে মনের কাছে, যা আছে তাই নিয়ে;
         মন ভালো, সুখের আনন্দ যাবে বয়ে।
অধিক ধন-সম্পদে যেমন সুখ দিতে পারে না,
তেমনি অভাব অনাটনে দুঃখ-কষ্ট ছাড়ে না।
যা আছে তাই নিয়ে সন্তষ্ট
না পাওয়ার বেদনা জীবনকে করো না অতিষ্ঠ।
মনের আনন্দই সুখ,
                  হতাশায় বাড়াও না অসুখ।
সুখের জন্য হাহুতাশে যে কাঁদে
                  সুখ পায় না বাঁধা প্রতি পদে পদে।
সুখ পেতে জীবনে না পাওয়ার বেদনা ছাড়ো,
           মনকে বড় করে আপন কর্মে ভেড়ো।
ঘুস-দুর্নীতিতে সুখ অসে না,
            অন্যের হক নষ্ট করলে সুখ পাবে না।
           (রচনাকাল: ২৫ মার্চ ২০২০)