সুখ কি শুধু অট্টলিকায় বসবাস
     বিত্ত বৈভবে জীবন আনন্দে উল্লাস
কষ্ট জীবনের নষ্ট সময় খোঁজ করা
        না পাওয়া জীবনে দুঃখ দূর করা।
সুখ কি শুধু আপেক্ষিক বিষয়!
            নিক্তির ওজনে কি মাপা যায়!
কষ্ট জীবনের চেষ্টায় সুখ পাওয়া যায়।
সুখি হতে নিজেকে নিয়ে সন্তষ্ট থাকতে হয়।
সুখ কি শুধু টাকা ধন-দৌলতে থাকে!
          কি জানি বাপু, সুখ টাকার ফাঁকে।
যা আছে তাই নিয়ে পথচলা
হাহুতাশ ছেড়ে কর্মে ভীড়াতে হবে ভেলা।
সুখ থাকে কর্মে , যা আছে তাই নিয়ে;
     নাই নাই করলে সব যাবে ক্ষয়ে ক্ষয়ে।