কাঁচা-পাকা ঘর, নেই কেউ পর,
গাছ-পালার মিতালি ঘ্রাণে;
দিওয়ানা করে, মমতা জাগায়
প্রাণে, গ্রাম যে কাছে টানে।
আঁকাবাঁকা মেঠো পথে ধুলা
জড়ায় মমতায় পায়ের সাথে,
শীতল পাটির মতো বিছায়ে
থাকে দূর্বঘাস, চরণ তলে।
পৌষ পর্বনে নোলেন গুড়ের
মৌ মৌ গন্ধ বাংলায় ভাসে,
চুম্বন করে শিরির বিন্দু পায়ে
পায়ে পরম আবেশের বশে।
সোনালী ধানক্ষেতে নাড়ার
মাঠে মাঠে সরিষা ফুলে হাসে,
গ্রাম বাংলার মিতালি সবুজের
বুকে হলুদ রঙে ভাসে।
মটর ক্ষেতে মাঠ ভরে যায়
আর কাশফুলে হয় সাদা,
যাত্রাপালা, ধর্মসভা আবার
কখনো আসর জমায় ধাঁধাঁ।
( ১৪ ডিসেম্বর ২০০৯)