রোদমাখা সোনালী দিনগুলির রঙিন স্বপ্নদোলে,
স্মৃতির যুগান্তর পেরিয়ে মহাকালের পদতলে।
ধূসর স্বপ্নগুলি দিনশেষে কালের অবেলায় দোলে,
কালবেলার অস্পর্শ বাস্তব কোলাহলের ছলে।
শিশির কণার মুক্তদানায় স্বপ্ন সোনালী আভায়,
স্বপ্ন খোঁজে বর্ণিল রঙের আলিঙ্গনের অপেক্ষায়।
গোধুলির আকাশে দিবাবসনে অপ্রপ্তির সাতকাহন,
স্বপ্নভাঙ্গার নোনা গন্ধে শূন্যতায় ভরা এ জীবন।
লালরঙ্গা ঠোঁটের স্পর্শে প্রাণবন্ত তবু স্বপ্নে আচ্ছন্ন,
স্মৃতিচিহ্নের ঝরাপালক পূর্ণতার মোহে বিচ্ছিন্ন।
স্বপ্নের ছোঁয়ায় কল্পনার আকাশে ইচ্ছে ঘুড়ি নিয়ে,
সুপ্ত থাকা স্বপ্নগুলো উড়ে চলে ফুল পরিদের ঘিরে।
তেপান্তরের দূর ভূবনে প্রেমবাগে স্মৃতিগুলো ছোটে,
স্বপ্নের কারুকাজ মেঘপরিদের সাজ আপন চিত্রপটে।
কুড়ির ডগায় ধূসর পাতায় সোনালী রোদ ঝরে,
রূপের ছোঁয়ায় স্বপ্ন জাগে ইচ্ছে ডানার পরে।
(রচনাকাল: ১৬ জানুয়ারি ২০২০)