গণতন্ত্র আর উন্নয়নের জন্য দরকার সুশাসন,
তবেই হবে মানুষের সর্বোত্তম কল্যাণ সাধন।
গণতন্ত্র মানেই অর্থনৈতিক উন্নতি আর মুক্তস্বাধীনতা,
মুক্তবাজার অর্থনীতি, সৃজনশীলতাই গণতন্ত্রের মর্মকথা।
টেকসই গণতন্ত্রই পারে একটি রাষ্ট্রকে
অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত ও নিশ্চিত করতে,
সর্বাধিক জনশৃঙ্খল আর জনকল্যাণ সাধন করতে।
গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতিকে করেছে বেগবান,
নির্ভেজাল উন্নয়ন আর সর্বোত্তম জনকল্যাণ।
আমরা গণতন্ত্র, উন্নয়ন আর মুক্তবাজার যাই বলি;
সবকিছুর মূলে রয়েছে সুশাসন, মানবীয় গুনাবলী।
জনকল্যাণ সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক বৈষম্য থাকবে,
এরই মাঝে, গণতন্ত্র ও উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে হবে।
গণতান্ত্রিক দেশ কিংবা সামাজতান্ত্রিক দেশ আর
যতই আমরা গুড গর্ভনেন্স বলি না কেন!
কর্মে মুক্তচিন্তার নিয়মানুবর্তিতার স্বাধীনতা আনো।
অর্থনৈতিক ভাবে বিপুল সম্ভাবনা থাকা স্বত্ত্বেও
সুশাসনের অভাবে দুর্নীতির লাগাম টানতে পারে না কেউ।
সমাজ তথা রাষ্ট্রে সর্বত্র বির্শঙ্খলা দেখা দেয়,
দুনীতি আর অপরাধ লাগামহীন ভাবে বেড়ে যায়।
তখন কাজে লাগে না ----
মিলেনিয়াম ডেভেলপমেণ্ট কিংবা সাসটেইনেবল
ডেভেলপমেণ্টের এর ফরমূলা।
তখন সমাজ রাষ্ট্র টেকে না -----
ঋণ দেয়ার অজুহাতে দাতা রাষ্ট্র করে জলঘোলা!
তাই দরকার দুর্নীতিমুক্ত সুশাসন আর মুক্তচিন্তা,
সমাজকে শেখাতে হবে নীতি আদর্শের যুক্তিবাদী চিন্তা।
বিশ্বাস নৈতিকতার প্রসার না ঘটালে সমাজ টেকে না,
তখন জনগন মরে! পাশে নেতার থাকে না।
(০৯ নভেম্বর ২০১৭)