সুশিক্ষা আর স্বশিক্ষার বড়ই অভাব!
সুশাসনে নৈতিক মূল্যবোধের অভাব,
কি শিক্ষা ধারণ করছে অন্তরে! বইছে কি সুবাস?
ঘটছে কি আত্মার পরিপূর্ণ বিকাশ!
আত্মশিক্ষাই মানুষকে করে তোলে কর্মমুখী,
টাকা আর উপরি আয়, মূল্যবোধই বহুমুখী।
মতপ্রকাশের জবাবদিহিতা কি আছে!
মূল্যবোধহীন মন মানষিকতায় দুর্নীতি বাসা বেঁধেছে।
চারিদিকে নৈতিকতা বিবর্জিত মনমানষিকতা,
সমাজ-রাষ্ট্র থেকে লোপ পেয়েছে সততা।
মানুষ হারিয়েছে আজ তাদের মনুষত্ব,
নৈতিক শিক্ষা হারিয়ে ধারণ করছে পশুত্ব।
মূল্যবোধ চর্চাই পারে সুনাগরিক গড়তে,
পরিবার শিক্ষাকেন্দ্রই পারে মূল্যবোধের বীজ বুনতে।
সম্প্রীতির বন্ধনে সুশিক্ষায় গড়ো সুশাসন,
জাতিকে ধোকা দিয়ে নীতিহীন কাজে কেন হচ্ছ দুষমন।
সম্মিলিত প্রয়াস আর দেশপ্রেমে যদি হই উজ্জ্বীবিত,
আর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে মত প্রকাশে যদি হই বুদ্ধিদীপ্ত;
সবাইকে জাগাতে পারি সহনশীলতা সহমর্মিতা সততায়,
তবেই কল্যাণমুখী রাষ্ট্রে সুশাসনে থাকব সবাই।
(রচনাকাল: ৩০ নভেম্বর ২০১৯)