তোমরা যারা শান্তি খোঁজ মানুষ হত্যা করে,
কি শান্তি পাও তোমরা এ অপকর্ম করে!
বিধর্মী বলে হত্যা করো, কাফের বলে করো খুন;
এ কোন সমাধান নয়, এতে প্রতিহিংসা বাড়ে দ্বিগুন।
প্রতিপক্ষকে হত্যা করে ভাবছ নিজেকে ক্ষমতাধর,
পাপ ছাড়ে না বাপকে, একথা মনে রেখো বারবার।
যতই হও ক্ষমতাধর, যতই বলো কাফের,বিধর্মী, শত্রু
¯্রষ্টার অমোঘ নিয়মে একদিন খুরবে তোমার আব্রু।
মানুষ হত্যা করে তোমরা হচ্ছো মানবতার শত্রু, অপরাধী,
কে ভালো-মন্দ! বিচার করবে সবাইকে বিশ্ব অধিপতি।
তোমরা পশু নও, তোমরা আশরাফ-উল- মাখলুকাত;
অপরাধীকে আইনের হাতে দাও, বিচার করবে আদালত।
মহামনীষিদের জীবনী পড়ো আর ভাবো অন্যের ভালো,
তবেই শান্তি পাবে ধরণীর বুকে, সবাই বলবে ভালো।
(০৫ মার্চ ২০১৭, রবিবার)