বিষক্ত গোলক ধাঁধায় আটকেছি সবাই
উপায খুঁজে পাওয়া খুবই দুষ্কর !
কে দেখাবে পথ!
বিত্তবৈভবের ভোগ বিলাসে ব্যস্ত,
প্রান্তিক কিংবা বস্তির জনগোষ্টি যেন অভিশপ্ত।
সত্যের ভাঙ্গন ধরেছে শরীর মন মগজে,
কতটুকু সৎ নিত্য অফিসের কাজে?
বিষক্ত গোলকের যাতাকলে পড়ে মরি ধুকে ধুকে,
নিমজ্জিত হই আশা ভঙ্গের দুর্বিপাকে।
রাষ্ট্রের কাছে প্রত্যাশা সুশাসন,
হবে, সবই হবে, জনগণ পায় ভাষণ।
আধুনিক যান্ত্রিক যুগে ব্যস্ত সবাই,
গতিশীল নিয়ন্ত্রণহীন গোলক ধাঁধায়।
রাষ্ট্রীয় সন্ত্রাস সে তো চাঁদাবাজি দুর্নীতি
আইনের শাসনের প্রতি জাগায় ভীতি।
(৩০ জানুয়ারি ২০১০)