রক্ত দিয়ে নাম লিখেছি
আমার সোনার বাংলাদেশ,
অপরূপ গৌরবে উজ্জ্বল দীপ্তিমান
স্বদেশের ভালোবাসা শ্রেষ্ঠ মূল্যবান।
গভীর মমতায় আঁকা,
বিস্ময়ে দেখছে আজ
সোনার বাংলার ললাটে সোনার তাজ,
দুঃস্বপ্নের রাত্রি হলো অবসান
সোনার বাংলার কণ্ঠে অবিনাশী গান।
শক্তি আমাদের শহিদের রক্ত
দৃপ্ত জয়ের নিশান,
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
মুক্তির জয়গান।
বিশ্ব মানচিত্রে সোনার বাংলা
বঙ্গবন্ধু তার রূপকার,
বিস্ময়ে তাকিয়ে রয় বিশ্ব,
বাংলাদেশ আমাদের অহংকার।
(নভেম্বর ২০১৭)