আমরা চলেছি সময়ের রথে চড়ে দুরন্ত গতিতে,
জীবন জীবিকার তাগিদে ছুটছি জীবন সংগ্রামে
আর চলছি ভ্রান্ত নীতিতে।
কে কোথায়! দেখা নেই, সবই ঠিক আছে
লাইক মারে ফেসবুকে,
আস্থা বিশ্বাস ভালোবাসা পারস্পিরিক শ্রদ্ধাবোধ
অধঃপতনে মরে ধুকে ধুকে।
রাগ ক্ষোভ হতাশা দূরে ঠেলে
আত্মশক্তিতে হও আত্মবিশ্বাসী ,
সংসারে সুখ শান্তি আর সমৃদ্ধির পথে
ভালোবাসা পাবে রাশি রাশি।
দৃঢ়তার বন্ধনে পথের দিশা পাবে, সময়ের
গতিতে থাকতে হবে কাজের সততা,
আমাদের সবার থাকতে হবে পারস্পরিক
শ্রদ্ধাবোধ আর সামাজিক দায়বদ্ধতা।
স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে,
চিন্তা চেতনায় আদর্শ থকতে হবে,
স্বদেশী ভাবনা ও স্বজাতির প্রতি ভালোবাসা
অনুপ্রেরণায় উজ্জ্বীবিত হতে হবে।
মুক্ত স্বাধীন পথে সময়ের রথে চড়ে
দেশপ্রেম জাগ্রত করলে পাবে পথের দেখা,
জাতির পথ নির্দেশনায় সাহস যুগিয়ে,
জাতিকে দেখাবে আলোক শিখা।
(১১ অক্টোবর ২০১৭)