তুমি ভাবো
আমি ভাবি
আমারা সবাই যদি ভাবতাম দেশটাকে,
সিণ্ডিকেট মুক্ত
দুর্নীতি মুক্ত
সোনার বাংলা পেতাম বাংলাদেশকে।
যে যার মতো
ইচ্ছা মতো
সিণ্ডিকেটের নামে দাম বাড়াচ্ছি ততো,
কার কথা কে শোনে
দুর্নীতির লাগাম কে টানে
সরকার দেখে না, জনগণ থাকে অভুক্ত।
দেশে আছে ভুরিভুরি
ব্যবসায়ীর জোচ্চুরি
দেখার কেউ নাই, ধুকে মরে জনগণ,
পচিয়ে ফেলে দিবে
কৃত্রিম সংকটে ভুগাবে
থলে হাতে বাজারে মধ্যবিত্তের মরণ।