পড়ে অছি পার্থিব চাকচিক্যের মোহে, সুরার ঘোরে
      সারাটি জীবন আপনারে ভুলে দিওয়ানা করে!
খেয়ালের বশে সিগরেট, সুরার পেয়ালা ধরেছি ভ’রে,
           আখের ভুলে, সুখ টানে আছি সুরার ঘোরে।
তারুণ্যের যৌবনে সুরার আঁধারে চুমু দিই পুনঃবার,
  রঙ্গিন চশমায় রূপ পিপাসায় জগত দেখি বারবার।
মধ্য নিশীথে নীল ইশারায় সুরার টানে থাকি আনমনা,
    বিজন তারার মাঝে, জগত সংসারে আমি অচেনা।
পেয়ালার মায়াবী ছোঁয়ায় ইন্দ্রজালে থাকি,
        সুরায়! জগতে সবই  রঙ্গিন দেখি।
কৌশর যৌবনের তেজ শেষে বৃদ্ধ বয়সে
সাঁঝের আঁধারে ভাটির টানে আজ মেশে।
       সারাটি জীবন আমার অকাজে কেটেছে সবি!
আঁখি খুলে দেখি আজ জগত সংসারে অচেনা ছবি।
         আজও পড়ে আছি মাতাল হয়ে সুরার ঘোরে,
গোধুলি বেলায় সাঁঝের কায়ায় বয়স ডাকিছে মোরে।
শেষ বয়সে বাস্তব কোলাহলে বসে ভাবি,
মরীচিকার পীছে ছুটে শেষ করেছি সবই!
স্বপ্নের মায়া ডানা মুছড়ে পড়ে কৃষ্ণাকাশে,
কল্পলোক আজ কেঁপে ওঠে কালবৈশাখে।
যৌবনে সবাই দুরন্ত দুর্বার গতির উল্লাসে মাতে,
পড়ন্ত বয়সে ভিক মাগি আজ বিধাতার কাছে।
                 মিথ্যা অলিক সুরার পিছে ছুটে
হারিয়েছি সব। আজ অচেনা ছবি ওঠে ফুঁটে।






( ১১ ্এপ্রিল ২০১০)