জগত সংসারে কে বড় কে ছোট!
                     কেবা গরিব কেবা ধনী!
বিধাতার সৃষ্টি আমরা বহুরূপী প্রাণী।
           জানে না প্রকৃতি জানে না ধরণী।
চিত্ত ফুলিয়ে ঝাঁপিয়ে পড়ে,
         বিত্তের অহংকারে অট্টহাসি ঝরে।
আবার কারো কালবেলা করে খেলা
            সুখটুকু টুটে নেয় অবর বেলা।
তবু, অপূর্ব গীত শুনে পাগল প্রায়;
             মহাআনন্দে নিত্য ছন্দে ধায়।
জগৎ সংসারের মাঝে,
      জয়-পরাজয় ক্ষয় নিত্য নব কাজে।
আগে পিছে ছোটো বড়ো বিধাতার রীতি,
সুখ-দুঃখ কর্মফল আমাদের সাথী।
           আহ! কি চমৎকার জগতরীতি!



(২২/১২/২০০৯)