দিনের কাজ দিনে করো
আর জ্ঞানের চর্চা করো।
আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতার যুগে,
যুগের চাহিদায় নিজেকে
যোগ্য করো আগে।
সর্বক্ষেত্রে প্রতিযোগির সংখ্যা বেশী
তথ্য-প্রযুক্তিতে জ্ঞান আহরণ
করো রাশি রাশি।
সবার আগে নিজেকে
যোগ্য করো ধাপে ধাপে,
বইয়ের মাঝে নিজেকে দাও সপে।
নতুবা, ছিটকে পড়বে কর্মক্ষেত্র থেকে!
থাকবে তুমি বেকারত্বের মিছিলে।
অলীক স্বপ্ন দেখো না। কিংবা
অসম্ভব কিছু ভেবো না।
যা তোমার দ্বারা কখনো হবে না।
কোথাও কোন কাজে দিও না ফাঁকি;
দেখবে, কর্মক্ষেত্রে তোমাকে
করবে ডাকাডাকি।
বাপের পয়সায় ভবঘুরে হলে,
কী হবে তোমার বাপ চলে গেলে?
টাকা-পয়সা যদি হয় শেষ!
জ্ঞান যদি না থাকে,
তখন আফসোসে মরবে তুমি ধুকে ধুকে।
ভেবে দেখেছো কি ? কী হবে উপায়?
দূর দূর করে তাড়াবে সবাই।
দুঃখী অভাগা আর কে হবে
তোমার চেয়ে এ সংসারে!
এ বিশ্ব প্রতিযোগিতার, আধুনিকতার ভীড়ে!
যুগ চাহিদার যোগ্যতাকে দেয় স্থান ।
সর্বক্ষেত্রে যোগ্যতারা পায় সম্মান।
জ্ঞানী-গুনি-মনীষি-বিদ্বান
জাতি রাষ্ট্র সমাজে উঁচুতে তাঁদের স্থান।
(২৪ আগষ্ট ২০১০)