যেতে হবে সবাইকে আপন কাজে
নিজেকে যোগ্য করে,
সময়ের কাজ সময়ে না করে,
ভবঘুরে হয়ে বেড়ালে।
ঘুরতে হবে দ্বারে দ্বারে।
যখন যা দরকার তাই করো মন দিয়ে
হিংসা ঈর্ষা ক্ষোভ, আর যতই থাকে লোভ;
ছুড়ে ফেলো জীবন থেকে।
শৈশব-কৌশরে জ্ঞানী-গুনি মহামনীষিদের বই পড়,
সময় নষ্ট না করে যৌবনে নিজেকে যোগ্য করো।
সময়ের কাজ সময়ে করো।
সময় গেলে আফসোস ছাড়া কিছুই পাবে না!
ভরা যৌবনে যেতে হবে কর্মক্ষেত্রে,
প্রথম যৌবনে যোগ্য করে গড়ে তোল নিজেকে।
গোজামিলের শিক্ষা, টাকা আর
মামার জোরে সবই হয় জানি!
কিন্তু কর্মক্ষেত্রে তোমার কাজ কে করবে ?
ভেবে দেখেছ কি!
চারিদিকে দেখ আজ বেকার বেকার বলে হাহুতাস,
যোগ্য করে গড়ে তুললে,
তোমার জীবনে বইবে সুবাতাস।
যৌবনে বইয়ের টেবিল ছেড়ে
ব্যাস্তছিলে ফেসবুকে, আড্ডায়
আর টেলিভীষণ দেখাতে!
যৌবন শেষে আফসোস ! শেষ হবে না মরলেও!
কর্মক্ষেত্রে যেতে হবে সবাইকে
নিজেকে যোগ্য করে গড়ে তোল আজ থেকে।
তা না হলে, সবাই দিবে ধিক্কার!
’এসেছে মামার জেরে।’
আর বলবে,’ কত দিয়েছ ঘুস?’
হয়ত তার অগোচরে!
মরমি বাউল লালন বলেছেন,
“সময় গেলে সাধন হবে না।”
আজকের কাজ আগামীদিনের বোঝা,
যখন বুঝবে তখন সময় পাবে না।