অনুভূতির ফুল হৃদয়ে ফোঁটে
ছুঁয়ে যায় বহুবর্ণ বিষাদে,
ঘ্রাণে ঘ্রাণে ভরে যায় বাগান
তবুও সে প্রাণহীন
ভালোবাসা ঘ্রাণহীন দোলা দেয় সুবাসে।
হৃদয়ে ফোঁটে ফুল যদি সে ফোঁটায় অরশে।
বুকজুড়ে পাপড়ি বিছানো
ঘ্রাণহীন অনুভূতি টানে
প্রহর গুনে গুনে বাতায়নে উত্তরি মেঘ দেখে
চৈত্র সংক্রান্তির রাতে।
নিষ্ঠুর কণ্টকময় অনুভূতির রাতে।
ঘ্রাণহীন অনুভূতির ফুল ফোঁটে
আষাঢ়ের চন্দ্রগ্রস্থ নবমীতে,
কিংবা সোনালীদিগন্তের কল্প নগরিতে।
ঘ্রাণহীন দুরারোগ্য অনুভবে।
ঘ্রাণে ঘ্রাণে ভরে যায়
অনুভূতির বৃষ্টি
তবু ঘ্রাণহীন
বহুবর্ণের রূপের বিষাদে।
(৩০ জুলাই ২০১০)