সংস্কারে আটকে গেছে নির্বাচন
ঘনকালো মেঘে ঢাকা গণতন্ত্রের আচরণ
সন্দেহ আর অবিশ্বাসের সুযোগে অর্থনৈতিক শোষণ।
কোথাও কি শান্তি আছে, অস্বস্তিতে ভরা দেশ!
অনিশ্চয়তার দোলাচলে দুলছে প্রিয় স্বদেশ,
থলে হাতে বাজারে নিম্ন মধ্যবিত্তের উঠেছে নাভিশ্বাস ।
রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলায় ভীতি
শিল্প কারখানা বন্ধে অর্থনীতিতে বাড়ছে তাপ।
ব্যবসা বানিজ্যে নেমেছে ভয়াবহ স্থবিরতা
সুশীল সমাজ দলীয় রাজনীতিতে দ্বিধা বিভক্ত
তাইতো আজ ঘোলাজলে খাবি খাচ্ছে দেশ জনতা।