ঘৃণা ছাড়া কেউ কিছু দেয়নি,
শূন্যতার মাঝে আশায় বুক বাঁধেনি।
পর্দার আড়ালে অচেনা মুখ
দ্যুতি ছড়ায় কৃত্রিম স্তুতিতে খোঁজে সুখ।
বিশ্বাস ছিল বেদনার চেয়ে বেশী!
অদৃশ্য তিক্ততায় মৌন নির্বাসন, রাশি রাশি!
ঘৃণায় ঘৃণায় ভরে দেয় , অসহ্য বাড়াবাড়ি;
মনোভূমি জুড়ে ঘৃণার ছড়াছড়ি।
                                            





(১৬ অক্টোবর ২০০৯)