ঘাত-প্রতিঘাতে সমাজ বৃন্তচ্যুত
বিষাদ বেদনায় বিরহের অশ্রুতে আলোড়িত!
ফোঁটা ফোঁটা জল
ঝরে পড়ে অবিরল।
প্রকৃতির মাঝে সমাজ জাতিতে মায়ার খেলা
জগত সংসারে আশায় ভাষায় ভেলা।
আত্মপরিচয়ে সবাইকে উঠতে হয় দুলে,
মনের প্রতিবিম্ব জাতির নাভিমূলে।
মায়া মুক্তির বিন্যাস ডালে ডালে,
ঘাত-প্রতিঘাত অনুভূতিতে নিত্য জ্বলে।
অভিপ্রায়ের মায়াজাল সেতো চিরকালের,
আত্মজিজ্ঞাসা আজ সমাজ রাষ্ট্রে স্বদেশের!
ধুলিকণা জল জীবন যাপনে
ঘাত-প্রতিঘাত থাকবে জীবনে।
ঘুরে বেড়াই পথে পথে জীবন জিজ্ঞাসায়!
যদি পাই সমাজে মানবিক সভ্যতা এ আশায়।
স্বদেশের পথে প্রেম মায়া মমতার মাঝে,
উত্থান-পতনে বেদনাশ্রু নিত্য কাজে।
নিরব-নিথর দুরু দুরু বুকে অবসন্ন রাত,
বৈশাখী পূর্ণিমাতেও সন্ধ্যা নামে কালোরাত।
(২৩ আগষ্ট ২০১০)