চেতনায় চিরঞ্জীব মোরা জাগ্রত বীর,
ধ্বংসে নয়, উত্থানে উন্নত করি শীর।
শান্তিতে মোরা সংগ্রামে নওজোয়ান,
দীপ্ত শপথে চলবে আমাদের খেয়াযান।
আমরা বাঙালি, আমরাাই জাগ্রত বীর;
আমরা চলব আমাদের মন্ত্রে, নোয়াব না শীর।
ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সদা সম্মুখে আগুয়ান,
আমরা গড়ব আমাদের পৃথিবী আবহমান।