অদ্ভুত উত্তোরণ পরাধীনতা থেকে
                    স্বাধীনতায়;
চারিদিকে রব উঠেছে জাগ্রত শৃঙ্খলে
রক্তস্নাত বিপ্লবী জনতা
                  হয়েছে আজ একতা।
ভয় নাই ক্ষয় নাই
     চল সবাই সম্মুখে আজি,
দামাল হাওয়া দানা বেঁধে ওঠে
               অগ্নিস্ফুলিঙ্গের মতো!
বাঙালির মূল্যবোধের এ ক্রান্তি লগ্নে।
সংগ্রাম তবু আজ প্রান্তে প্রান্তে
স্বাধীনতায় উন্মুখ  সদা জাগ্রত জাতি,
স্তম্ভিত হতবাক ব্যথিত হৃদয়
                      তবু ছিল না ভীতি।
দাউ দাউ জ্বলে ওঠে মহাজনতা।