এ আমার হৃদয় মাঠ
শান্তির নীড় এ হৃদয়,
যদি পারো এসো
এ জায়গাটা খুব নিরাপদ।
গভীর ধ্যানমৌন
নেই কোন কোলাহল,
এসো তুমি এসো
এ হৃদয় আঙ্গিনায়।
দাঁড়িয়ে থেকো না দুয়ারে
স্বপ্নঘেরা এ হৃদয়ে,
জাগিয়ে তোলো
তোমার ভালোবাসা দিয়ে।