কোন এক মায়াজালে নেমে আসে
মানস মনে গহন তলে,
অভিন্ন চেতনার চিত্রকল্পজুড়ে;
থাকে শুধু আত্মজিজ্ঞাসা!
দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে
প্রবৃদ্ধির পথে হাত বাড়ায়।
মমতার পরম আশ্রয়ে!
চিত্রকল্পে রহস্যময়ী দীর্ঘশ্বাস
দুঃখ বেদনায় সমব্যথী।
তবু অসীম আর বহমান এ মহাকালের পথ
কুহেলীকা আর ইন্দ্রজালে রোধ করে গতি পথ।
নীলের উপর আসমান
কল্পনায় মানব মন ছুঁটে চলে গহনতলে।
(০২ এপ্রিল ২০১১)