নেশাগ্রস্থ জগৎ খোঁজে সন্ধ্যাপুঁথি বিষণ্ন বেহালার সুরে,
মায়ারী চুম্বনে জাগতিক লীলায় জেগে ওঠে দুঃসময়ে,
আশ্চর্য কুহকে কোন এক দৈববাণীর চুম্বনে।
হেঁটে চলে জাগতিক অভিশাপের পথে পথে,
নেশার আঘাত ছেড়ে প্রেমের অভিশম্পাতে
আয়ুরেখার অনন্ত পথে চলে ছলনাতে,
সর্পিল গতিতে অপরাজিতার জগত চুম্বনে ডুবদেয়
মায়াজালের নিঃসঙ্গতার ছায়াতলে চিরহরিৎ বনে।
সভ্যতার আলোতে মহাউৎসব বসে,
অশরীর হেঁটে যায় গ্রথিত শিহরণে
বিষবৃক্ষের অন্তরালে নিধুবনে।
(১৫ জুন ২০১৬, বুধবার)