জ্ঞান
                     এম. মাহবুব মুকুল

জ্ঞানই শক্তি, জ্ঞানই মহান, জ্ঞান জীবনের আলো;
জ্ঞান ব্যতীত জবিনটা যে আঁধার রাতের কালো।
জ্ঞান ব্যতীত জীবনটা যে পশু-পাখির সামিল,
জ্ঞানের কাছে সব মিলবে, র’বে না আর অমিল।
জ্ঞান আমাদের চক্ষু খোলে, জীবন করে আলো;
জ্ঞান জীবনের প্রদীপ শিখা, ছড়িয়ে দেয় আলো।
জ্ঞান আমাদের জ্ঞানী করে, জ্ঞানই করে রক্ষা;
জ্ঞান আমাদের কাজকর্মে দেয় নতুন নতুন দীক্ষা।
জ্ঞানই জ্ঞানীর রক্ষা করে, জীবন চলার পথে;
জ্ঞানীর সাথে থাকব আর চলব গুনীজনের সাথে।