এখানে ধর্মের দোহায় দিয়ে
মিথ্যা কুৎসা রটনাতে কেউ ছিল ব্যস্ত,
রাষ্ট্রের বিরোধীতা করে ধর্মের অপব্যাখ্যয়
আজও তারা ব্যস্ত।
আজও আসে বারবার এ রাষ্ট্রের
মানচিত্রে আঘাত আর ষড়যন্ত্র,
তবুও মুক্তচিন্তা, স্বাধীন চিন্তাই
আজও আমাদের বিজয়ের মূলমন্ত্র।
মুক্তচিন্তা, স্বাধীন চেতনা, মুক্তির জয়গান
চাপাতির আঘাতে খান খান,
মুক্তমনে, কুচিন্তা ছেড়ে মানবতার পথে ,
এসো এ মোর আহবান।
(২৫ ডিসেম্বর ২০১৫)