মুক্তচিন্তা না থাকলে মুক্তি অসম্ভব,
থমকে দাঁড়ায় দেশ জাতি;
স্বাধীন চিন্তাই একটি জাতিকে
দূর করতে পারে সকল ভয়-ভীতি।
দাউদ, মুসা, ঈসা, মুহম্মদ(স)
মানব মুক্তিতে দিয়েছে নতুন দিগন্ত;
সত্যের পথে মানবতার মুক্তিতে
তাঁরা দূর করেছে বিভ্রান্তি।
মহামনীষিরা মুক্তচিন্তর মানবতার তরে
বিশ্বে জীবন্ত ইতিহাস,
আমরা দেখেছি আমাদের
মুক্তিযুদ্ধের গৌরব ইতিহাস।