প্লেটো, এ্যারিষ্টটল, সক্রেটিস,
হিপোক্রেটিস, শেক্রপিয়ার,
অর্কিমিডিস, নিউটন, আইনষ্টাইন,
বাংলার রবীন্দ্র-নজরুলের অবদানে
মানব সভ্যতা আজ চরম শিখরে।
ইবনে সিনা, জাবেরের মেডিসিনে
মানব চিকিৎসায় তাঁদের সেবা,
আমরা তাঁদের কাছে ঋণী।
তাঁরা সকল জাতির, সকল ধর্মের
অর্থাৎ তাঁরা বিশ্ব মানবতার।