আমার ভেতরে বাস করে
আমারই মুক্তচিন্তার স্বাধীনতা,
মুক্তচিন্তা মানে মানবিক
গুনাবলীকে জাগিয়ে তোলা।
চলার পথকে গতিশীল করা,
জাতিকে সম্মুখে পথ দেখানো;
মুক্তবুদ্ধি, মুক্তস্বাধীনতা, মুক্তচিন্তা
মানব মুক্তিতে শক্তি যোগায়।
মুক্তচিন্তা মানে অপবাদ, বিদ্বেষ,
সমালোচনা, কুৎসা রটানো নয়;