স্বাধীনতা মানে আলোকময় শিখা
লাল-সবুজের পতাকা,
চেতনা বিকাশে মুক্তচিন্তার আকাশে
বিহঙ্গের মতো পথচলা।
স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর
০৭ মার্চের ভাষণে মুক্তির পথ,
তিমির রজনী পেরিয়ে
পূর্ব গগনে ঊষার আলোর রথ।