স্বাধীনতা মানে মুক্তচিন্তা বিকাশে
নতুন পথের সন্ধান দেখানো,
জ্ঞান-বিজ্ঞানে, স্বাধীন চেতনায়
নব উদ্ভাবনে শক্তি যোগানো।
স্বাধীনতা মানে “আমার সোনার বাংলা
আমি তোময় ভালোবাসি,
ষোলো ডিসেম্বর বিজয়ের উৎসবে
বিশ্ব দরবারে বাঙালির হাসি।