স্বাধীনতা মানে বিজয়ী বাঙালির
গৌরবময় ইতিহাস,
নব গৌরবে, নব যৌবনে,
সমুক্তমনে স্বাধীন প্রাণের সুবাস।
স্বাধীনতা মানে জয় বাংলার
স্লোগানে শক্তি সাহস যোগায়,
জাতির বিভেদ দূর করতে
এক হয় আগামীর পথ চলায়।