স্বাধীনতা মানে অতুল প্রসাদের,
“আ মরি বাংলাভাষা,”
মুক্তমনে মাতা-মাতৃভাষা-মাতৃভূমির
প্রতি ভালোবাসা।
স্বাধীনতা মানে পতাকা শোভিত মিছিলে
বাঙালির ইতিহাস,
নব-যৌবনে জেগে ওঠা,
সম্মুখে চলা সজীব প্রাণের উচ্ছ্বাস।