স্বাধীনতা মানে মুক্ত বাতাসে
বুনো ফুল উড়ে উড়ে যাওয়া,
দুরন্ত কিশোর-কিশোরীর
ফাগুনের চনমনে হাওয়া।
স্বাধীনতা মানে আঃ গফ্ফরের,
“আমি কি ভুলতে পারি,”
প্রভাত ফেরিতে শহিদ মিনারে
ফুল দিয়ে শ্রদ্ধা ভক্তি করি।